তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার দুর্নীতি মামলার শুনানি হবে আগামীকাল

নিয়োগ দুর্নীতি মামলা তে ,তদন্তে প্রস্তুতি চালাচ্ছে সিবিআই।গতকাল বিচারক রাজশেখর মান্থার এজলাশে
এই কথা জানায় সিবিআই ।তবে তদন্তের ভার সিবিআই কে দেওয়া হবে কিনা তা এখনো নিশ্চিন্ত করেনি বিচারপতি ।বিচারপতি বলেন |আদালত ” সত্য জানতে চায় “।তাপসের বিরুদ্ধে স্কুল ও নিয়োগ দমকলের নিয়োগ দুর্নীতির অভিযোগের মামলা আগামীকাল বিচারপতি মান্থার ঘরে শুনানি হবে ।