৫ বছর পরে ভারতে অনুষ্ঠিত হচ্ছে আইপি এলের উদ্বোধনী অনুষ্ঠান আজ

আজ সন্ধ্যা ৬ টা নাগাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপি এলের উদ্বোধনী অনুষ্ঠান ।আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকবেন শাহরুখ ও সলমন খান ,ক্যাটরিনা কাইফ ,পিঠ বুল ,শ্রিয়া স্মরণ ,অরিজিৎ সিংহ এবং অন্যান্য রা ।উল্লেখ্য ২০১৮ সালে শেষ বার আইপি এলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ভারতে ।২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী পুলওয়ামার জঙ্গি হানার জন্য অনুষ্ঠান বাতিল করা হয় ।৫ বছর পরে তাই বড় অনুষ্ঠান হতে চলেছে ।