কে কে আর হেরে গেলো বৃষ্টি বিগ্নিত ম্যাচে পাঞ্জাবের কাছে

গতকাল মোহালির মাঠে প্রথম ব্যাট করে পাঞ্জাব কিংস তোলে ১৯১ রান ।সর্বাধিক রান করেন রাজাপক্ষে ৫০(৩২) বলে ।টিম সাউদি দুটি উইকেট নেন । জবাবে কলকাতা নাইট রাইডার্স ১৬ ওভারে তোলে ১৪৬ রান ৭ উইকেটে। তাদের হয়ে সর্বাধিক রান করেন রাসেল ১৯ বলে ৩৫।তার পরে বৃষ্টি এসে গেলে আর খেলা হয়নি ডিএল এস নিয়মে জয়ী হন পাঞ্জাব ।