দক্ষিণ পূর্ব রেল বিগত অর্থ বর্ষে তাদের আয় বাড়ালো

সদ্য শেষ হওয়া আর্থিক বছরে ২০.২৬ কোটি টন পণ্য পরিবহন করে দক্ষিণ পূর্ব রেল আয় করলো ১৮,২২৫.৪৭ কোটি টাকা । অন্যান্য খাতের আয় ধরে সংস্থার মোট আয় ২১,৩৩৩ কোটি টাকা তে পৌঁছাতে পারে বলে রেল সূত্রে খবর ।আয় বৃদ্ধির পাশাপাশি বিগত আর্থিক বছরে ৪৫৪.৮ কিমি পথে রেল লাইন বদলের কাজ করেছে দক্ষিণ পূর্ব রেল ।