মঈন আলীর বোলিং ও ধোনির নেতৃত্ব জেতালো সিএসকে কে

গতকাল আইপি এলের লীগের খেলা তে চেন্নাই প্রথম ব্যাট কোরে করে ২১৭ রান ,তাদের ওপেনিং জুটি ঋতুরাজ ও কোনওয়ে করেন যথাক্রমে ৫৭ ও ৪৭ রান । জবাবে লখনৌ সুপারজায়ান্ট করে ৭ উইকেটে ২০৫ রান ।চেন্নাইয়ের স্পিনার মঈন আলী ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন , ১২ রানে জয়ী হন সিএসকে ।