গতকাল আইপি এলের লীগের খেলা তে চেন্নাই প্রথম ব্যাট কোরে করে ২১৭ রান ,তাদের ওপেনিং জুটি ঋতুরাজ ও কোনওয়ে করেন যথাক্রমে ৫৭ ও ৪৭ রান । জবাবে লখনৌ সুপারজায়ান্ট করে ৭ উইকেটে ২০৫ রান ।চেন্নাইয়ের স্পিনার মঈন আলী ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন , ১২ রানে জয়ী হন সিএসকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...