সমস্থ জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল এফসি গোয়া ও মুম্বাই সিটির প্রাক্তন কোচ সের্গিও লোবেরা
কে বেঁচে নিলেন । কোচ হিসাবে লোবেরা ২০১৭ সালে আগমনীর বছরেই এফ সি গোয়া কে উপহার দিয়েছিলেন সুপার কাপ । ২০১৯-২০ সিজন থেকে প্রথম বার চালু হয় লীগ -শিল্ড ,প্রথম বছর তিনি গোয়া কে তিনি সেই খেতাব এনে দেন । ২০২০ সালে তিনি মুম্বাই কে চ্যাম্পিয়ন করা ছাড়াও লীগ শিল্ড ও এনে দেন ,এই সাফল্য লোবেরা ছাড়া আর কোনো কোচের নেই ।তিনি নতুন মরসুন থেকে কোচ হবেন ।