নাথান এলিসের দুর্দান্ত বোলিং আইপি এলে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংসের হয়ে

গতকাল আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে তোলেন ৪ উইকেটে ১৯৭,ধাবন
নট আউট থাকেন ৮০ রানে ।প্রভসিমরন করেন ৬০ রান ,জবাবে রাজস্থানে ৭ উইকেটে তোলে ১৯২ রান ।তাদের হয়ে সর্বাধিক রান তোলেন সঞ্জু স্যামসাং ,৫ রানে জয়ী হন পাঞ্জাব ।নাথান এলিস ৪ টি উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন ।