গতকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গুজরাট করেন ৪ উইকেটে ২০৪ রান ।তাদের হয়ে সর্বোচ্চ রান করেন বিজয় ৬৩ নট আউট ,নারায়ণ নেয় ৩৩ রানে ৩ উইকেট । জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স এক সময় ৭ উইকেট হারিয়ে ১৫৫ হয়ে যায় , ৪০ বলে ৮৩ করেন আইয়্যার । রিংকু নট আউট থাকেন ৪৮ রান করে ২১ বলে ,কিন্তু শেষ ওভারে,পর পর ৫ তা ছয় মেরে হারা ম্যাচ জিতিয়ে দেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...