পথ দুর্ঘটনা তে চার জনের মৃত্যু হলো ভিআইপি রোডে

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানা গিয়েছে রবিবার গভীর রাতে প্রবল গতিতে ছুটে আশা একটি গাড়ির ধাক্কা তে মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর ।ওই গাড়িটি তার পরে একটি লরির পিছনে ধাক্কা মারলে গাড়ির চালক ও সামনের দিকে বসা মহিলা আরোহীর মৃত্যু হয় ।পুলিশের ধারণা তাদের কারুর সিট বেল্ট পড়া ছিল না ,মৃতরা হলেন রোহিত কুমার (৩০),বাবু কুন্ডু (৩৪) পূজা সিংহ (৩২) ও হীরালাল জয়সোয়াল (৪৬)।