যুক্তরাষ্ট্রের শাটডাউনের প্রতিফলন পড়লো কলকাতার মার্কিন সেন্টারে

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ক্রিসমাসের  আগে থেকেই  কোষাগারের  সরবরাহ  বন্ধ  হওয়ার জন্য  মার্কিন মুলুকে শুরু হয়ে গিয়েছিলো শাটডাউন । তার  প্রভাব পড়লো  কলকাতা অবস্থিত  মার্কিন  সেন্টারেও । মার্কিন  সেন্টারের তরফ থেকে  জানানো হয়েছে যে  পরবর্তী নোটিশ  না পাওয়া  পর্যন্ত বন্ধ থাকবে সেন্টারের অধিকাংশ কাজকর্ম  তবে মার্কিন ভিসার জন্য যারা আবেদন করেছেন তাদের কাজ বন্ধ থাকবে না বলে জানিয়েছেন সেন্টার কর্তৃপক্ষ ।