ক্লেইটন উদ্বুদ্ধ করছে দল কে হায়দ্রাবাদের বিরুদ্ধে

আজ কেরালার মাঠে সুপার কাপের গ্রুপ লীগের খেলায় হায়দ্রাবাদ কে হারানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবে ইস্টবেঙ্গল ।ক্লেইটন ডি সিলভা বলেন আজকে ১১ জন কেই খেলতে হবে হায়দ্রাবাদ কে হারাতে হলে ।গতকাল কেরালার মাঠে তারা,প্রস্তুতি ম্যাচ খেলছিল খুব মনোযোগ সহকারে ,আজ খেলা হবে রাত ৮:৩০ মিনিটে ।