কন্নড় ছবিতে শুটিং য়ের সময় আহত হলে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত

গতকাল কন্নড় ছবি কেডি দি ডেভিলের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত বেঙ্গালুরু তে ।একটি একশান দৃশ্যের
সময় আচমকা বোমা ফেটে যায় ।তাতে আহত হয়ে সঞ্জয়ের হাতে ও মুখে চোট লেগেছে ,তবে নির্মাতার বলেছেন আঘাত গুরুতর নয় ।তিনি,এখন সুস্থ্য আছেন ,এই ছবির প্রধান চরিত্রে আছেন ধ্রুব শারজা এবং সঞ্জয় এই ছবিতে খোল চরিত্রে অভিনয় করছেন । অভিনেতা দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।