বগীবিল সেতুর উদ্বোধনে আমন্ত্রিত না হয়ে হতাশ প্রাক্তন প্রধানমন্ত্রী

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ২৫ সে ডিসেম্বর ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী উদ্বোধন করলেন বগীবিল  রেল  ও সড়ক সেতুর ,যা আসামের ডিব্রুগড় জেলা  ও অরুণাচলের ডেমাঝি  জেলার মধ্যে সংযোগ স্থাপন করবে । এটির দৈর্ঘ্য প্রায় ৫ কিমি । এটি উদ্বোধন করেছিলেন  ১৯৯৭ সালে  তৎকালীন প্রাক্তন প্রধান মন্ত্রী জেডিএস সুপ্রিমো  এইচ ডি  দেবেগৌড়া আর  এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত না হওয়াতে তিনি তার হতাশা চেপে রাখতে পারেনি ।