বোলিং ভুলের কারণেই কেকে আর হারলো ২৩ রানে

গতকাল ইডেনের মাঠে টসে জিতে কেকে আর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ।প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ
তোলে ৪ উইকেটে ২২৮ রান ।ব্রুক নট আউট থাকেন ১০০ রানে ,মার্ক রাম ওপর দিকে করে ২৬ বলে ৫০ রান ।নাইট বোলার রা কোনো চাপ সৃষ্টি করতে পারেনি ।জবাবে নাইট রাইডার্স ৭ উইকেটে ২০৫ রান করে ।সেঞ্চুরি করে ম্যাচের সেরা হন হ্যারি ব্রুক ।