গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভাপতিত্ব তে আসাম ও অরুণাচলের মুখ্যমন্ত্রীরা দুই রাজ্যের মধ্যে ১৯৭২ শাল থেকে যে ১২৩ টি এলাকা নিয়ে বিতর্ক ছিল ,তা মিটিয়ে নিলো আদালতের বাইরে ।স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে জানানো হয়েছে আসাম ও অরুণাচলের মধ্যে ৮০৪.১ কিমি দীর্ঘ সীমানা রয়েছে ,বেশ কিছু এলাকা কোন রাজ্যের মধ্যে পড়বে তা ঠিক হয় ,বাকি ছোট খাটো ব্যাপার সার্ভে ও ইন্ডিয়ার কমিটি ঠিক করবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...