শুভ অক্ষয় তৃতীয়াতে শুরু হয়ে গেলো চার ধাম যাত্রা

অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে শুরু হলো চার ধাম যাত্রা ।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এইবার কেদার নাথ,বদ্রী নাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী তে আর তীর্থ যাত্রীর দৈনিক সংখ্যা বেঁধে দেওয়া হয়নি ।তবে তীর্থ যাত্রীদের সুবিধার্তে তাদের উপর নজর রাখতে অনলাইন এবং অফলাইনে নাম নথি ভুক্তি করণ চালু রাখা হচ্ছে ।