ইডেনে সিএসকে এবং নাইট রাইডার্স খেলা নিয়ে চাহিদা তুঙ্গে

গতকাল কলকাতা তে পা দেওয়ার পরে মহেন্দ্র সিংহ ধোনি কে ছেকে ধরেন ভক্তরা এবং ধোনি ধোনি শব্দ করতে থাকেন ।কালো বাজারীতে ৭৫০ টাকা টিকিটের দাম বিক্রি হচ্ছে ২৫০০ টাকা তে ।সবাই চাচ্ছেন ইডেনে হয়তো বা ধোনি র শেষ খেলা মোবাইল বন্দি করে রাখতে ।পিঠ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন বৃষ্টির সম্ভাবনা আছে রাত ৯ টা থেকে ১১ টা অব্দি ,তাই এইদিন মাঠ ঢেকে রাখা হয় ।