ডেভিড দা হিয়ার হাত ধরে এফ এ কাপের ফাইনালে উঠলো ম্যান ইউ

গতকাল এফ এ কাপের ফাইনালে ব্রাইটন কে ৭-৬ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠলো ম্যানচেস্টার ইউনাইটেড । ব্রাইটনের বিরুদ্ধে খেলা টি হাড্ডাহাডি হয় ,ম্যানচেস্টারের গোল রক্ষক ডেভিড দা হিয়া ত্রাতার ভূমিকা না নিলে ম্যানচেষ্টার ইউনাইটেডর ফাইনালে ওঠা হতো না ।