দুই আফগান বোলারের ফলাতে বিদ্ধ হলো মুম্বাই ইন্ডিয়ান্স

গতকাল গুজরাটের মাঠে গুজরাট টাইটান্স ব্যাট করে প্রথমে করে ৬ উইকেটে ২০৭ রান ।তার মধ্যে সর্বাধিক রান করেন শুভমান ৫৬ অভিনব ৪২ এবং মিলার ৪৬।অর্জুন টেন্ডুলকার ৯ রানে একটি উইকেট নেন ।জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে তোলেন ১৫২ রান ।দুই আফগান বোলার রাশিদ খান এবং নুক আহমেদ যথা ক্রমে ২ ও তিনটি উইকেট নিয়ে মুম্বাইয়ের কোমর ভেঙে দেন ।