গতকাল গুজরাটের মাঠে গুজরাট টাইটান্স ব্যাট করে প্রথমে করে ৬ উইকেটে ২০৭ রান ।তার মধ্যে সর্বাধিক রান করেন শুভমান ৫৬ অভিনব ৪২ এবং মিলার ৪৬।অর্জুন টেন্ডুলকার ৯ রানে একটি উইকেট নেন ।জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে তোলেন ১৫২ রান ।দুই আফগান বোলার রাশিদ খান এবং নুক আহমেদ যথা ক্রমে ২ ও তিনটি উইকেট নিয়ে মুম্বাইয়ের কোমর ভেঙে দেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...