রাজস্থান রয়্যালস কাছে পরাজিত হলো চেন্নাই

জয়পুরের মাঠে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে তোলে ২০২ রান । ৪৩ বলে ৭৭ রান করেন যশস্বী ,তার পরে ব্যাট করতে নেমে চেন্নাই সুপারকিংস ৬ উইকেটে তোলে ১৭০ রান ,৩২ রানে বিজয়ী হয় রাজস্থান রয়্যালস ।আদাম জাম্পা ২২ বলে ৩ উইকেট এবং রবি চন্দ্রণ অশ্বিন ৩৫ বলে ২ উইকেট তোলেন ,শিভম ডুবে ৫২ এবং ঋতুরাজ ৪৭ রান করেন ।