রায়গঞ্জের বিধায়কের বাড়িতে গতকাল চললো ইডি ও আয়কর হানা

প্রশাসন সূত্রের দাবি বুধবার সকাল ৮ টা নাগাদ আয়কর ও ইডির লোকজন এক যোগে ,রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডে ওই এলাকার বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি করতে যায় ।বিধায়কের কর্মীদের আরো নানা বাড়ি ও প্রতিষ্ঠানে এবং দক্ষিণ,দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়কের ভোজ্য তেল তৈরির কারখানা তেও তল্লাশি শুরু হয় ,এই ছাড়াও কৃষ্ণের শালুগাড়া নির্মাণ সংস্থার অফিসে তল্লাশি চলে ।