গতকাল আহমেদাবাদ স্টেডিয়ামে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে তোলে ৭ উইকেটে ২২৭।গুজরাটের ওপেনার করেন ৮১ আর গিল নট আউট থাকেন ৯৪ রানে এবং ম্যাচের সেরা হন ।জবাবে লখনৌ ৭ উইকেটে ১৭১ রানে সকলে আউট হয়ে যান ।৫৬ রানে জয়ী হন গুজরাট ।ঋদ্ধিমান সাহা উইকেট কিপিং য়ের পাশাপাশি ব্যাটিং য়ে এই দিন প্রশংসিত হয় বিরাটের কাছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...