গিল ও ঋদ্ধিমানের ব্যাটিং খেলা ঘোরালো গুজরাটের পক্ষে

গতকাল আহমেদাবাদ স্টেডিয়ামে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে তোলে ৭ উইকেটে ২২৭।গুজরাটের ওপেনার করেন ৮১ আর গিল নট আউট থাকেন ৯৪ রানে এবং ম্যাচের সেরা হন ।জবাবে লখনৌ ৭ উইকেটে ১৭১ রানে সকলে আউট হয়ে যান ।৫৬ রানে জয়ী হন গুজরাট ।ঋদ্ধিমান সাহা উইকেট কিপিং য়ের পাশাপাশি ব্যাটিং য়ে এই দিন প্রশংসিত হয় বিরাটের কাছে ।