গতকাল টসে হেরে ইডেনে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে তারা তোলেন ১৪৯ রান ।ভেঙ্কটেশ আইয়্যার ছাড়া কেউ ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি কেউ ,চাহাল ২৫ রানে ৪ উইকেট নেন । জবাবে রাজস্থান রয়্যালস ১৩.১ ওভারে,১ উইকেট হারিয়ে ১৫১ রান তোলেন । যশস্বী ৪৭ বলে তোলে ৯৮ রান এবং ১৩ বলে দ্রুত তম ৫০ রান করে ,অপরদিকে স্যামসু ৩৯ বলে ৪৮ রান করে নট আউট থাকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...