কর্ণাটক বিধানসভার ফলাফল কংগ্রেসের দিকেই ঝুঁকে আছে

আজ সকাল থেকেই শুরু হয়েছে কর্ণাটক বিধানসভার ভোট গণনার কাজ ,বুথ ফেরত সমীক্ষার প্রত্যাশা মতোই ভারতীয় জাতীয় কংগ্রেস ১০৭ টি আসনে এগিয়ে আছে ,বিজেপি এগিয়ে আছে ৯০ টি আসনে জেডিএস ২৫ টি আসনে এবং অন্যান্য রা দুটি আসনে ।গতবারের বিধানসভার ভোটের থেকে ২৭ টি আসনে এগিয়ে কংগ্রেস,বিজেপি পিছিয়ে আছে ১৫ টি আসনে জেডিএস পিছিয়ে আছে ১২ টি আসনে ।