কর্নাটকে বিজেপির হারের পরে কংগ্রেস কে অভিনন্দন জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।তিনি বলেন বিজেপির বোঝার সময় হয়ে এসেছে যে তাদের কৌশল আর কাজ করছে না ।কর্নাটকে আপের শোচনীয় ফল নিয়ে মুখ খোলেননি অরবিন্দ কেজরিওয়াল ।জলন্ধরে আপ প্রার্থী সুশীল রিংকুর জয় কে ঐতিহাসিক বলে আক্ষা দেন তিনি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...