সবুজ মেরুন জার্সি পরে কি খেলবে লখনৌ ?

ইডেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখা যাবে লখনৌ সুপারজায়ান্টস কে ,কারণ মোহনবাগান সুপারজায়ান্ট এবং লখনৌ দুই জনের মালিক সঞ্জীব গোয়েঙ্কা । ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সিতে লখনৌ খেললে সে ক্ষেত্রে কি সমর্থনের ভাটা পড়বে ,ইডেনে ।