গতকাল কর্নাটকে পরাজয় হলেও বিজেপি উত্তর প্রদেশে নগর নিগম ,নগর পালিকা পরিষদ ও নগর পঞ্চায়েত এই ত্রিস্তরেই ভালো ফল করে দেখালো ।দুটি বিধানসভা আসনের উপনির্বাচণেই জয়ী হয়েছে আপনা দল (সোনেলাল)।পাঞ্জাবের জলন্ধর লোকসভা আসনে জয়ী হয়েছে আপের সুশীল রিংকু ।ওড়িশা তে জয়ী হয়েছে শাসক দল বিজেডি এবং মেঘালয়ে জয়ী হয়েছে ইউডিপি ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...