কংগ্রেসের জয়ে নেপথ্য কারিগর সুনীল কানু গ্লু

কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের পিছনে কাজ করেছে প্রশান্ত কিশোরের একদা সহযোগী সুনীল কানু গোলুর মস্তিক। এই সুনীল কানু গ্লু বিজেপির বিরুদ্ধে ৪০% কমিশনের সরকার এবং পেসিএম মন্ত্র সামনে ধরে তুলেছিলেন ।তার সঙ্গে ক্ষমতায় এলে কংগ্রেসের ৫ গ্যারান্টি এবং তাতেই বাজিমাৎ ।২০১৯ সালের লোকসভা নির্বাচনে তামিল নাড়ুর ডিএমকে দল কে ৩৯ টি আসনের মধ্যে ৩৮ টি তে জিতিয়ে এনেছেন তিনি ।