গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে শিক্ষক ও শিক্ষিকার নিয়োগ শর্ত সাপেক্ষে বাতিলের নির্দেশ দিয়েছিলেন ,তার মধ্যে রয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর বুলু চিক বড়াইয়ের মেয়ে ।রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি দুলাল দেবনাথের পুত্রের নাম ,নাম রয়েছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম বসুনিয়ার দুই আত্বিয়ের নাম ,পাশাপাশি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের কৃষি কর্মদক্ষ বিমলেন্দু চৌধুরীর স্ত্রীর নাম ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...