ছেলের জন্মের পর থেকে অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক ,গতকাল কাজে ফিরলেন তিনি ।অরিন্দম শীল পরিচালিত জঙ্গলে মিতিন মাসি ছবির শুটিং শুরু হলো সোমবার ,গতকাল আলিপুর জেল,মিউজিয়ামে শুট করেন কোয়েল মল্লিক সহ অরিন্দম শীলের দলবল ।
জঙ্গলে মিতিন মাসি তে দেখা যাবে কোয়েল মল্লিক কে
On: Tuesday, May 16, 2023 8:42 AM








