কর্নাটকের অধিকাংশ বিধায়ক চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধারামাইয়া তাদের পছন্দ ,কিন্তু অল্প সংখ্যক বিধায়ক কে নিয়ে কংগ্রেসের জয়ের অন্যতম কারিগর ডিকে শিবকুমার ,গতকাল নয়াদিল্লি তে এসে সভাপতি মল্লিকার্জুন খাড়গে কে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি মুখ্যমন্ত্রী হতে চান ।এই অবস্থায় মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে খাড়গে বেঙ্গালুরু তে আসছেন পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করার জন্য ,তার পরেই নাম ঠিক হবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...