গতকাল বিকেলে ইস্টবেঙ্গল তাবু তে সাংবাদিক বৈঠক করে ক্লাবের সহ সভাপতি শান্তিরঞ্জন দাসগুপ্ত বলেন” বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ইস্টবেঙ্গল সমর্থকেরা আমাদের অনুরোধ করছেন অর্থ সংগ্রহের জন্য ,আমরা ঠিক করেছি আমাদের ক্লাবের ব্যাঙ্ক একাউন্ট নম্বরে সরাসরি অর্থ জমা দেওয়া যাবে ,যা ক্লাবের পরিকাঠামো ও যুব ফুটবলের উন্নয়নে ব্যবহার করা হবে “।
রাজ্য
নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর
এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২)...