গতকাল ইডেনে কেকে আরের শেষ খেলা তে লখনৌ সুপারকিংসের কাছে ১ রানে হেরে এইবারের আইপিএল থেকে বিদায় নিলো নাইট রাইডার্স ।ম্যাচের সেরা হন নিকোলাস পুরান ,তিনি ৩০ বলে ৫৮ রান করেন ।প্রথমে ব্যাট করে লখনৌসুপারজায়ান্ট করেন ৮ উইকেটে ১৭৬ রান । তার পরে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স করেন ১৭৫ রান ৭ উইকেটে । ১ রানে জিতে প্লে অফে চলে গেলো লখনৌ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...