আগামী চার বিধানসভা ভোটে বিজেপির ভরসা পুরোনো নেতৃত্ব

কর্নাটকে বিএস যেদুরাপ্পার মত নেতাকে এক ঘরে করতে গিয়ে ফল ভোগ করতে হয়েছে বিজেপির ।একইঅবস্থা হয়েছে হিমাচল প্রদেশের ভোটে ।বিজেপি সূত্রের খবর ভালো ফল করার লক্ষ্যে শীর্ষ নেতৃত্ব এই চার রাজ্যে পুরোনো মুখ দের উপর আস্থা রাখছেন । মধ্য প্রদেশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কে ।ছত্তিশগড়ে ভরসা করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী রোমান সিংহের উপর ।