গতকাল বেঙ্গালুরুর মাঠে প্রথমে ব্যাট করে আরসিবি করে ৫ উইকেটে ১৯৭ রান ।৬১ বলে ১০১ করে নট আউট থাকেন বিরাট কোহলি ।গুজরাট টাইটান্স ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯.১ ওভারে ১৯৮ রান তুলে দেয় ।গুজরাটের হয়ে ৫২ বলে১০৪ রান করে নট আউট থাকেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...