গিলের দুর্ধষ শতরানে আরসি বি আইপিএলের বাইরে

গতকাল বেঙ্গালুরুর মাঠে প্রথমে ব্যাট করে আরসিবি করে ৫ উইকেটে ১৯৭ রান ।৬১ বলে ১০১ করে নট আউট থাকেন বিরাট কোহলি ।গুজরাট টাইটান্স ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯.১ ওভারে ১৯৮ রান তুলে দেয় ।গুজরাটের হয়ে ৫২ বলে১০৪ রান করে নট আউট থাকেন ।