ভারতের বিদেশী মুদ্রা ভান্ডার কমলো ২ হপ্তা উত্থানের পর

বৈদেশিক মুদ্রা ভান্ডারের সর্বশেষ পরিস্থিতি ,গত দুই সপ্তাহে টানা উত্থানে পরে ১৯ সে মে শেষ হয়ে যাওয়া হফতা তে কমলো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ৬০৫.২ কোটি ডলার ।বর্তমানে বিদেশী মুদ্রার ভান্ডার এসে দাঁড়িয়েছে ৫৯,৩৪৮ কোটি ডলারে ।তার আগের সপ্তাহে ওই বিদেশী মুদ্রার ভান্ডার বেড়েছিল ৩৫০ কোটি ডলার ।আলোচ্য সপ্তাহে মূলত বিদেশী মুদ্রা সম্পদ মাথা নামিয়েছে ।