১২ জুন পাটনায় বিরোধী ঐক্যের বৈঠক হচ্ছে না

আগামী ১২ জুন নীতিশ কুমারের নেতৃত্বে বিরোধী দের যে বৈঠক হওয়ার কথা ছিল ,তা পিছিয়ে যাচ্ছে কংগ্রেস এবং ডিএম কের তরফে জানানো হয় তারা ঐদিন থাকতে পারবেন না ।রাহুল গান্ধী এখন আমেরিকা তে খাড়গে ও ব্যাস্ত থাকবেন ওই দিন ।পাশাপাশি এম কে স্টালিন ও ওই দিন তার রাজ্যে একটি বাঁধ উদ্বোধনের কথা আছে ।