ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন হয়ে নোভাক জোকোভিচ ,পুরুষদের ২২টি গ্রান্ড স্ল্যামের নাদালের রেকর্ড ভেঙে ২৩ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে ।ফাইনালে তিনি হারালেন নরওয়ের ক্যাসপার রুট কে ফলাফল ৭-৬,৬-৩,৭-৫।জোকোভিচ বলেন ৭ বছর বয়েস থেকেই গ্র্যান্ডস্লাম ও উইম্বডলন জেতার স্বপ্ন নিয়েই টেনিস কোর্টে এসেছিলাম ।নতুন দের বলবো অতীত মনে না রেখে ভবিষ্যতের দিকে টাকাও ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...