২৩ টি গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস গড়লো জোকোভিচ

ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন হয়ে নোভাক জোকোভিচ ,পুরুষদের ২২টি গ্রান্ড স্ল্যামের নাদালের রেকর্ড ভেঙে ২৩ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে ।ফাইনালে তিনি হারালেন নরওয়ের ক্যাসপার রুট কে ফলাফল ৭-৬,৬-৩,৭-৫।জোকোভিচ বলেন ৭ বছর বয়েস থেকেই গ্র্যান্ডস্লাম ও উইম্বডলন জেতার স্বপ্ন নিয়েই টেনিস কোর্টে এসেছিলাম ।নতুন দের বলবো অতীত মনে না রেখে ভবিষ্যতের দিকে টাকাও ।