মমতা শঙ্কর মাফিয়ার চরিত্রে

পরিচালক অরিন্দম ভট্টাচার্যীর শিবপুর ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে ও লুকে চমক দিতে চলেছেন মমতা শঙ্কর ।মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন ৮০-৯০ দশকের প্রেক্ষাপটে ।সেই সময়ে ওই এলাকার গুন্ডা রাজ্ নিয়ে ছবি ।তার সাথে তিন মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন খরাজ ,স্বস্তিকা ও রজতাভ দত্ত ।এই মাসের শেষে এই ছবিটি মুক্তি পাচ্ছে ।