নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ লোকসভায় সংশোধিত তিন তালাক বিল পেশ করলেন আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হয় বিলটিকে জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য , সরকারের তরফ থেকে বিল টি লোকসভায় পেশ করে আইন মন্ত্রী বলেন , সুপ্রিম কোর্ট গত বছর ই তিন তালাক প্রথা কে অসাংবিধানিক বলেছিলো এবং নির্দেশে দিয়েছিলো বিলটি সংসদে পাস্ করাতে ।কংগ্রেসের এর প্রতিবাদে বলেন সুপ্রিম কোর্টের রায় কে অপব্যাক্ষা করানো হচ্ছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...