আন্তঃ মহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হতে গিয়ে ভারত ২-০ গোলে হারালো লেবানন কে ।৪৬ বছর পরে লেবাননের বিরুদ্ধে জয়ের কারিগর সুনীল ছেত্রী ও ছাংতের জুটি ।ম্যান অফ দি ম্যাচ হন খেলাতে ছাংতে ।ভারত এই নিয়ে ঘরের মাঠে টানা আন্তর্জাতিক ৮ টি ম্যাচ জিতলো । ছয়টি ম্যাচে টানা কোনো গোল খেলো না । ৪৬ মিনিটে সুনীল ছেত্রী ও ৬৬ মিনিটে চ্যাঙতে গোল করে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...