লায়ন ও কামিংস য়ের জুটি জেতালো অস্ট্রেলিয়া কে

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট জিতে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া ।ইংল্যান্ড করেন ৩৯৩ এবং ২৭৩ রান এবং অস্ট্রেলিয়া করে ৩৮৬ এবং ২৮২-৮। তারা জয়ী হন ২ উইকেটে ।নবম উইকেটে সব থেকে বেশি রান তোলেন লায়ন এবং ক্যাম্মিনস জুটি এবং অস্ট্রেলিয়া কে জয় যুক্ত করে ।