হাই কোর্ট নির্দেশ দিতে নৌসাদ সিদ্ধিকী কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার

West Bengal, Jan 22 (ANI): Pirzada Abbas Siddique, the founder of Furfura Sharif Ahale Sunnatul Jamat, launches Indian Secular Front (ISF) in Kolkata on Thursday. (ANI Photo)

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যের আইএস এফের একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্ধিকী কে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন এবং বলে দ্রুত তা কার্যকর করতে হবে ।নৌশাদ কোন স্তরের নিরাপত্তা পাবেন তা নির্ধারণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ।