হকি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল বাছাই করা হলো

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হকি ফেডারেশন ৩৯ জনের সম্ভাব্য দল বাছাই করলো ।আজ বেঙ্গালুরুর সাই তে শুরু হবে শিবির চলবে ১৯ সে জুলাই অব্দি ,তার পরে স্পেন সফরে যাবে হকি দলটি ।চার দলীয় প্রতিযোগিতা তে ভারতের সঙ্গে থাকবে নেদারল্যান্ডে য়ের ,স্পেন এবং স্থানীয় একটি দল ।তবে এর পরে চেন্নাইয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে কোরিয়া ,মালেশিয়া ,পাকিস্তান ,জাপান ও চীন ।