আজ বছরের শীতলতম দিনে মন্দ খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : আজ  ছিল মরশুমের শীতলতম দিন ,কলকাতার পারদ  নেমে এসেছিলো ১১.২ ডিগ্রি তে । শীতে  মরশুম  আনন্দে  কাটানোর  জন্য  প্রস্তুত হচ্ছিলো রাজ্যবাসি ,কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানালো    আগামী জানুয়ারি মাসের ২ তারিক থেকে শৈত্য প্রবাহ  বাঁধা  প্রাপ্ত হতে  চলেছে মধ্য ভারতের  উচ্চচাপ  বলয়ের জন্য ,তবে তার আগে পর্যন্ত কলকাতা এবং দক্ষিণ বঙ্গের তাপমাত্রা নিম্নগামী থাকবে  হয়তো কলকাতার তাপমাত্রা ১০ ছুঁয়ে  ফেলতে পারে ,সিকিম ও দার্জিলিংয়ে তুষার পাতের  সম্ভাবনা আছে ।