কপ্টার বিভ্রাটে প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী

গতকাল জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা সেরে হেলিকপ্টারে ফিরছিলেন মুখ্যমন্ত্রী ।আবহাওয়া খারাপ থাকায় কপ্টার টি জরুরি অবতরণ করে সালুগড়া সেনা হেলিপ্যাডে ।সেইখান থেকে নামতে গিয়ে কোমড়ে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী ।তার পর তাকে কলকাতায় নিয়ে আশা হয় এস এস কে এম য়ে চিকিৎসার জন্য ।জানা যাচ্ছে বা পায়ের লিগামেন্ট য়ে চোট লেগেছে এবং বা পায়ে জল জমেছে ।