গতকাল জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা সেরে হেলিকপ্টারে ফিরছিলেন মুখ্যমন্ত্রী ।আবহাওয়া খারাপ থাকায় কপ্টার টি জরুরি অবতরণ করে সালুগড়া সেনা হেলিপ্যাডে ।সেইখান থেকে নামতে গিয়ে কোমড়ে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী ।তার পর তাকে কলকাতায় নিয়ে আশা হয় এস এস কে এম য়ে চিকিৎসার জন্য ।জানা যাচ্ছে বা পায়ের লিগামেন্ট য়ে চোট লেগেছে এবং বা পায়ে জল জমেছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...