ইরানের সঙ্গে ভারতীয় টাকার বিনিময়ে নয়া দিল্লি অশোধিত তেল কেনার চুক্তি করেছিল ,কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা তে সেই তেল আমদানি বন্ধ করে দেয় ভারত ।তবুও ভারতীয় বাসমতি চালের চাহিদা থাকায় ভারত রফতানি করতো টাকায় বাসমতি চাল সহ বিভিন্ন কৃষি পণ্য ইরানে ।কিন্তু ইরানে ভারতীয় টাকার মজুদ এখন তলানিতে এসে পৌঁছে গেছে তাই বাধ্য হয়ে তেহরান পাকিস্তান ,তুরস্ক ও বা থাইল্যান্ডের মত দেশ থেকে বাসমতি কিনছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...