পেঁয়ারা বিপণনে পিছিয়ে পড়েছে বারুইপুর

বারুইপুর ব্লকের ১৯ টি পঞ্চায়েত এলাকাতে প্রায় সব কটি তেই পেয়ারার চাষ হয় ।বিশেষত আদিগঙ্গার তীরবর্তী পঞ্চায়েত গুলিতে পেয়ারার ফলন বেশি ।কয়েক হাজার পরিবার এই পেয়ারা চাষের উপর নির্ভরশীল ,এই খান থেকে সারা দেশ এমন কি,বিদেশে ও পেয়ারা রফতানি হয় কিন্তু অসংগঠিত ভাবে । সরকারের তরফে চাষী দের কোন সাহায্য করার প্রয়াস নেই , তাই তাদের দাবি সরকারি সাহায্যে যাতে দেশ বিদেশে পেয়ারা রফতানি ব্যবস্থা হয় ।