বারুইপুর ব্লকের ১৯ টি পঞ্চায়েত এলাকাতে প্রায় সব কটি তেই পেয়ারার চাষ হয় ।বিশেষত আদিগঙ্গার তীরবর্তী পঞ্চায়েত গুলিতে পেয়ারার ফলন বেশি ।কয়েক হাজার পরিবার এই পেয়ারা চাষের উপর নির্ভরশীল ,এই খান থেকে সারা দেশ এমন কি,বিদেশে ও পেয়ারা রফতানি হয় কিন্তু অসংগঠিত ভাবে । সরকারের তরফে চাষী দের কোন সাহায্য করার প্রয়াস নেই , তাই তাদের দাবি সরকারি সাহায্যে যাতে দেশ বিদেশে পেয়ারা রফতানি ব্যবস্থা হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...