নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অনুপম খের অভিনীত , প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবনী ঘিরে বিতর্কিত ছবি দি আকসিডেন্টাল প্রাইমিনিস্টার ছবি টির ট্রেইলার টি মুক্তির সাথে সাথে শুরু হলো বিতর্ক । এই ট্রেইলার টির কয়েকটি সংলাপ থেকেই বিতর্কের আঁচ উপলব্ধি করা যায় ,২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের অন্দরমহলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কে ঘিরে উঠেছিল একাধিক অধ্যায় ,ছবির ট্রেইলার মুক্তি পেতেই বিতর্ক মাথা ছাড়া দিয়েছে ।
দি আকসিডেন্টাল প্রাইমিনিস্টার বিতর্কিত ট্রেইলারটি মুক্তি পেলো
On: Friday, December 28, 2018 9:22 PM








