পঞ্চায়েত ভোট বয়কটের দাবিতে প্রচুর পোস্টার পড়লো নিউ টাউনে বাসিন্দা দের সংগঠন নিউটাউন নিউস ও ফোরামের চেয়ারম্যান সমরেশ দাশ জানান ,তার সব পরিষেবা এনকেডিএ থেকে পেয়ে থাকেন ,তাই পঞ্চায়েত প্রতিনিধিদের কোন প্রয়োজন নেই ।উল্লেখ্য শহর নিউটাউন এইবার ৮ টি আসন ও ১২ টি বুথে বিভক্ত হয়ে জ্যাংড়া ও হাতিয়ারা পঞ্চায়েতের ভিতর ঢুকে গিয়েছে ,বাসিন্দারা এই নিয়ে সর্বত্র দরবার করেছে ,খুব শিগ্রই এটিকে পুরসভা তে বদল করা হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...